চকিত চমকে চেতনায় ফিরে আসা সে সন্ন্যাসী আমি।
অজানাকে জেনেও হঠাৎ আবিষ্কার করা সে অন্তর্যামী।
আমি আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় মগ্ন সে মৃত্তিকার ভূমি।
আমি হারানোর যন্ত্রণার পেছনে লুকিয়ে দুঃখকে গোপনে চুমি।
আমি বাতাসের তীব্রতায় ঝনঝনিয়ে বেজে ওঠা সে ঝুমঝুমি।
আমি প্রকৃতির মুগ্ধতায় আড়ালে ধ্যানগ্রস্ত তুমি।
হাজার পথের মাঝে আমি ভুল পথের পথগামী।
আমি সত্যকে ছাপিয়ে মিথ্যে কোন মাজারের অনুকামী।
আমি ধ্বংসের প্রেমে মশগুল সে বিধ্বংসী প্রেমী।
আমি হীরকখনিতে পড়ে থাকা দস্তার পাত নইতো দামী।
আমি বদনাম হতে হতে সর্বনামের নামী।
আমি কলঙ্কের মাঝে ফোটা পথের অনুকামী।
নিজেই নিজের মজ্জায় মিশে যাওয়া সে আমি।
রক্তিম কণিকায় ডুবে অস্তিত্বকে উপস্থাপন করা সে আমি।
আমি শুধু আমি।