“আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি,” সে তাই বললো।
কিছুক্ষন বাদে আবার বললো, “বিশ্বাস করো তোমায় আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না।”
আমি কি বললো না ভেবেই বললাম, “তবে আমি চলি।”
সে আমার দিকে তাকিয়ে বললো, “তোমার চেয়ে নিষ্ঠুর আর কেউ হতে পারেনা। তবে দুঃখের কথা কি জানো, তোমায় ছাড়া আমার চলবে না। আমি তোমাকে প্রতি মুহূর্ত যতটুকু ঘৃণা করি তা আরো দ্বিগুণ ভালোবাসায় রূপ নেয়। তোমার প্রতি সকল ঘৃণা আমার রক্তে মিশে যায় ভালোবাসা হয়ে। তোমায় আমি ঘৃণার ছলে ভালোবাসি, না ভালোবাসা ঢাকতে ঘৃণা করি জানি না।”
আবার নিরবতা।
তার ভালোবাসা দু’চোখ বেয়ে নেমে আসে আমি চেয়ে চেয়ে দেখি আর সেই ভালোবাসার হীনতা দেখে ভাবি, “উফ! আমার যাওয়াটা খুব দরকার।”
তারে তার সকল ভালোবাসা আর কথিত ঘৃণার মায়াজালে একা ফেলে আমি পালালাম আমার জগতে।
“হায়রে নিষ্ঠুর অনুভূতি, মনের সাথে মনের পার্থক্য তৈরি শুধু।”
(বহুদিন আগে লিখা, আজ এখানে দিলাম।)