আমার কাছে একটা প্রশ্ন, “ভালোবাসা আছে কি মনে?”
মনের জবাব অতিরঞ্জিত, “ভালোবাসা খোলা নয় রয় গোপনে।”
প্রশ্নের পালা শুরু হলো না শেষ বোঝা বড় দায়,
নাড়ছে কড়া ভালোবাসা মনের জানালায়।
আবার ছুটে আসে নতুন জানার আশা, “কে সে?”
শব্দে হবে না তার বহিঃপ্রকাশ, ভাবি জানাবো কেমনে ইঙ্গিতে আভাসে!
তার স্পর্শ যে মোলায়েম তুলার মতন, সুবাস যেন সদ্য ফোটা জেসমিন,
তার অস্তিত্ব শরীরে শিহরণ জাগায়, তার পরিধি অসীম, সে যে সদা জাগ্রত অমলিন।
তার কাছে আছে অপার জ্ঞানের ভান্ডার,
তার গতির নেই কোন পরিমাপ, দ্রুততা ছুরির চেয়েও ধার।
তারেই চেয়েছি তারেই চাইব,
ভিন্ন ভিন্ন চরিত্র আমি তারেই পাইব।
সে রচিত হয় অন্যের হাতে সত্যি,
সে যে দেবার বেলায় কিপ্টে নয় একরত্তি।
তার নাম দিয়েছে সবে ‘বই’,
আমি সকল জগতে যেন শুধু তারই হই।