ভুলে থাকা যদি সম্ভব হতো,
তবে মনে রাখার যন্ত্রণাও থাকতো না!
তখন কতইনা মজা হতো!
বারবার দেখা হতো, কথা হতো,
ঝগড়া হতো, হতো ভীষন রাগও,
তবুও রোজ হতো নতুন দিন।
গতকাল বলে কিছু থাকতো না।
শুধু আজ হতো, আর হতো আগামীর স্বপ্ন!
জানার দরকার পড়তো না, না থাকতো জানার আগ্রহ, সবটাই হতো নতুন।
পুরনো হবার ভয় থাকতো না।
বুড়িয়ে যাবারও থাকতো না আক্রোশ।
করতে হতো না কোন পরিকল্পনা,
শুধু হতো বা হতো না।
যদি থাকতো না জীবনে।
সব থাকতো একেবারে ক্লেশহীন, সাদামাটা, কোন মিথ্যের রং থাকতো না।
ভুলে যাওয়াটা হতো একমাত্র করনীয় কাজ।
মনে রাখার জন্যে মাথাটাকে আলাদা করে ভাবতে হতো না, তখন যে ভাবনাই থাকতো না। সব হতো সাদাকালোরর মতো সহজ,
যদি শুধু ভুলে থাকা সম্ভব হতো,
মনে রাখার কষ্টটাও আর থাকতো না।