আজ রাত সারারাত জেগে থাকবো।
চুপিচুপি ইশারায় কথা বলবো।
বলবো তোমাকে আমি চাই এখনি।
স্পর্শের মাঝে রাগ বুনবো।
রাতের আকাশে আমি তারা হবো।
মিটিমিটি করে জ্বলবো নিভবো।
শুধু একবার তুমি বলে ডাকলে,
মর্ত্যের মানুষ হয়ে মরবো।
মনে মনে কথাদের মালা বুনবো।
গল্পের মতো করে গান শুনাবো।
গাইবো আমি শুধু তোমাকে নিয়ে।
শব্দের মায়াজালে ভালোবাসবো।
জেগে জেগে স্বপ্নের সাথে নাচবো।
নেচে নেচে পাখিদের দলে ভিড়বো।
খড়কুটো দিয়ে গড়া ছোট্ট নীড়ে,
পাখিদের গুঞ্জনে মন হারাবো।
বলবো তোমাকে আমি চাই এখনি,
মনভোলা হয়ে শুধু ভালোবাসবো।
শুধু তোমাকে আমি ভালোবাসবো।
(The courtesy of this poem is entirely to the Bengali movie song sung by Runa Liala and Andrew Kishore.)