সভ্য সমাজের অসহ্য আতিথেয়তার যন্ত্রণায় উদ্বেলিত হয়ে আমি আজ অসভ্য জগতের বাসিন্দা।
আমি সঞ্চালকের চরিত্রে শব্দের বোনা জালের করি নিন্দা।
আমি উচ্চতার গভীরে খেই হারানো উচ্চপদস্ত মাঝি।
আমি নিম্নের নোনো জল ঠেকাতে বালির বাঁধ সাজি।
আমি ইট, বালি, সিমেন্টের সাধা ঘরে দম আটকে ডুকরে মরি।
আমি সাধারনত খোলা আকাশের এলোমেলো বাতাসে শিউলি হয়ে ঝরি।
আমি সমাজ নামক শৃঙ্খল ভাঙতে উন্মুখ।
আমি পরিবারের বাঁধনে বাঁধা পড়তে নই উৎসুক।
আমি অযাচিত গল্পের শুরু থেকে শেষ।
আমি আপন কলঙ্কের বোঝা বেয়ে নিঃশেষ।