ভালোবাসা দিবসে একটা লাল গোলাপ 🌹 নিবেদন,
নাকি রাস্তার ওপারে ডাকঘরের কোণায় দাঁড়িয়ে সামনের চারতলার বারান্দায় তোমার আসার অপেক্ষা।
ভালোবাসা বলতে টিমটিমে আলোর বাতি জ্বালিয়ে ছোট্ট কেক কাটা,
নাকি ল্যাম্পপোস্টের আলোয় সন্ধ্যার পরপরই তোমার বাসায় ফিরে আসা দেখা।
ভালোবাসা জানাতে দামি রেস্টুরেন্টে গিয়ে বেশি দামের খাবারের আয়োজন করা,
নাকি সারাদিন বাচ্চা পড়িয়ে ফেরার পথে পেয়ারা বানানো নেয়া কারণ পেয়ারা বানানো যে তার পছন্দের।
ভালোবাসা জাহির করতে এসি বাস ভাড়া করে সেন্টমার্টিন যাওয়া,
নাকি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তার বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে এক ব্যাগ রক্ত দেয়া।
ভালোবাসা এর একসাল পূর্তিতে ডায়মন্ডের গলার হার দেওয়া,
নাকি বেলি ফুল ভালো লাগে বলে এক মাইল হেঁটে গিয়ে পাশের গ্রামের বামুনদের বাড়ি থেকে গালি খেয়েও তার জন্যে নিয়ে আসা।
সখি ভালোবাসা কারে কয়?
অনেক রকমের যে ভালোবাসা হয়।
প্রকাশেই তা শুধু প্রকাশিত নয়।
মুক গল্পেও ভালোবাসা কথা কয়।
উচ্চারণে নয়, অন্তরের অন্তঃস্থলে
গেঁথে রয়।