আমি তোমাকে দেখেছি
— অলিক বাস্তবতার এক ধুম্রজালে জড়াতে।
— অনেক শীতের রাতে খোলা শরীরে রাস্তায় ঘুমাতে।
— গ্রীষ্মের দাবদাহে পুড়ে কয়লার মতো কালো হতে।
— বর্ষার জলে ভিজে ভিজে কংক্রিটের মতো শক্ত হতে।
— বসন্তের প্রশান্তিতে লাল কোন ফুল হয়ে ঝড়ে পড়তে।
আমি তোমাকে দেখেছি
— আমার কান্নায় আমাকে কষে জড়িয়ে ধরতে।
— আমার হাসিতে অযথা এক গাল হাসতে।
— আমার শিহরিত শরীরে উষ্ণতা জাগাতে।
— আমার দৃষ্টির সীমা ছাড়িয়ে কখনো হারিয়ে না মেতে।
— আমার নিঃশ্বাসের উপর নির্ভর করে নিঃশ্বাস নিতে।
আমি তোমাকে দেখেছি
— সেই গাছতলায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে।
— একটি লাল গোলাপ কিনতে না পারার অসামর্থ্যতায় কাঁদতে।
— চুপ করে আশেপাশের লোকজনের হাজারো কথা শুনতে।
— চোখ দু’টি বন্ধ করে শুধু একটি নাম মনে মনে জপতে।
— হাত দু’টি বাড়িয়ে দিতে শুধু সান্নিধ্যের ছোঁয়া পেতে।
আমি তোমায় দেখেছি
— তুমিই শুধু চেয়ে দেখার মতো ছিলে তাই।
— তোমার চাওয়া পাওয়া ছিলো আমি শুধু যা চাই।
— তোমার ফুলে ওঠা বুকের বর্ণনায় শুধু আমার দেখা পাই।
আমি শুধু তোমায় দেখেছি সকালে, দুপুরে, সন্ধ্যায়,
রাতের তারাদের ভিড়ে, চাঁদের সভায়, অমাবস্যার কালো অন্ধকারে,
কারণ আমি যে শুধু তোমাকেই দেখতে পাই।