আজ হঠাৎই মনে হলো যেন আকাশের দিকে চেয়ে দেখি সেই পৃথিবীর ছায়া হয়ে ঘুরে বেড়ানো চাঁদটাকে।
আজ হঠাৎই মনে হলো সমুদ্রের নোনা জলে গা এলিয়ে শুয়ে থাকি।
আজ হঠাৎই মনে হলো ঐ দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টাকে আলিঙ্গনে আবদ্ধ করি।
আজ হঠাৎই মনে হলো একটা মাচা নিয়ে বায়ু সাধতে বসি।
আজ হঠাৎই মনে হলো আগুন ধরিয়ে তাতে নেয়ে পরিশুদ্ধ করে নেই এই অশুদ্ধ মনটাকে।
আজ হঠাৎই মনে হলো করি শুধু তাই যা করতে হাজারো বারণ।
আজ হঠাৎই মনে হলো নিজেকে মনে করিয়ে দেই কতটা শূন্য এই অভ্যন্তর।
আজ হঠাৎই মনে হলো দৃষ্টি মেলে শুধু এমন কিছু দেখি যা দেখতে কোন পরিশ্রম নেই।
আজ হঠাৎই মনে হলো একটা গাছের শক্ত ডালে বানাই সাজানো ঘর।
আজ হঠাৎই মনে হলো বৈশাখী ঝড়ে প্রচণ্ড আকার ধারণ করা সেই ঝড়ো হাওয়া হয়ে উড়ে যাই।
আজ হঠাৎই মনে হলো সব এলোমেলো ভাবনা গুলোকে আড়াল হতে এনে দুপুরের খরো রোদে রোদ পোহাই।
আজ হঠাৎই মনে হলো যেন আমি আমাকে নাটাই থেকে ছাড়া পাওয়া ঘুরি ভাবি।
আজ হঠাৎই মনে হলো।