আজ হঠাৎ আকাশে কালো মেঘের আড়ালে বসে সূর্য মুচকি মুচকি হাসছে।কিছু বুঝে ওঠার আগেই এক প্রকাণ্ড আলোর ঝলকানি সাথে কি ভীষণ আওয়াজ।গুড়ি গুড়ি বৃষ্টি আর সাথে এক কাপ চা এলাচ দিয়ে।মেঘের ঘনত্ব, বিদ্যুতের ঝলকানি, আর বিশাল বিকট শব্দ।এই সবকিছু বাস্তবতার চাদরে মোড়া অসত্য সব ঘটনা।এদের অস্তিত্ব শুধু বিদ্যমান চোখের সম্মুখে। জীর্ণ জীবনের অভ্যন্তরে এদের অস্তিত্বContinue reading “অলিক কল্পনা আর কোন কথা।”